Search Suggest

"Justice delayed is justice denied."

User guide to use case reference

প্রধান সার্চ বক্স

আপনি উপরেরর ছবিতে একটি গোলাকার সার্চ আইকন দেখতে পাচ্ছেন। এটা আমাদের সাইটের প্রধান সার্চ বক্স। আপনি উক্ত সার্চ বক্সে ক্লিক করে যে বিষয়ে সার্চ করতে চান সে বিষয়টি লিখতে পারেন।

প্রধান সার্চ বক্সের ব্যবহার

আপনি প্রধান সার্চ বক্সে ক্লিক করলে উপরের চিত্রের মতো ফলাফল পাবেন। এখানে নির্দিষ্ট শব্দ লিখে সার্চ করতে পারেন বা সার্চ সাজেশন থেকে আপনার কাঙ্খিত বিষয়টি খুজে নিয়ে সেখানে ক্লিক করতে পারেন। আপনি যদি কোন কিছু লিখে সার্চ করতে চান তাহলে এক বা দুই শব্দ লিখে সার্চ করলে ভালো ফলাফল পাবেন। সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় শব্দ লিখে সার্চ করুন। যে পোস্টের মধ্যে আপনার কাঙ্খিত শব্দ আছে সে পোস্টগুলি দেখতে পাবেন। সার্চ বাটনে ক্লিক করার   পর যদি একটি বা দুইটি পোস্ট দেখতে পান তাহলে Oldest and Newest বাটন ব্যবহার করে নতুন বা পুরাতন আরও পোস্ট দেখতে পাবেন।

সার্চ রেজাল্ট

উপরের চিত্রের দিকে লক্ষ্য করুন। আমি Adverse Possession লিখে সার্চ করেছি। যার প্রেক্ষিতে আমি উপরের চিত্রের ফলাফল পেয়েছি। আমি প্রথমে এই দুইটা পোস্ট এর মধ্যে আমার কাঙ্খিত শব্দ খুঁজবো। না পেলে বা আরও দরকার হলে Oldest বাটনে ক্লিক করে পরবর্তী পোস্টে খুঁজবো। যাইহোক আমি Specific Relief Act এ ক্লিক করেছি।

ইন পোস্ট সার্চ

উপরের চিত্রটি লক্ষ্য করুন। আমি Specific Relief Act এর ক্লিক করার পর পোস্টটি ওপেন হয়েছে। পোস্টের ঠিক উপরে আরেকটি সার্চ বক্স দেখতে পাচ্ছেন। এটি ইন পোস্ট সার্চ বক্স। আপনার কাঙ্খিত শব্দ পোস্টের মধ্যে আছে কিনা থাকলে কোথায় আছে সেটি জানার জন্য এই সার্চ বক্স ব্যবহার করতে হবে। এখানে একটি শব্দ লিখতে কার্যকর ফলাফল পাবেন। যেমন আমি শুধু Adverse শব্দটি লিখেছি। আপনি যদি শুধুমাত্র ৪২ ধারার রেফারেন্স খুজতে চান তাহলে শুধুমাত্র ৪২ লিখুন। ৪৩ ধারার রেফারেন্স খুজে পেতে চাইলে শুধুমাত্র ৪৩ লিখে সার্চ করুন। বাংলায় পোস্ট হলে বাংলা লিখে এবং ইংরেজি পোস্ট হলে ইংরেজিতে লিখে সার্চ করুন। কাঙ্খিত শব্দ লেখা হলে পাশের সার্চ বাটনে ক্লিক করুন।

ইন পোস্ট সার্চ রেজাল্ট

আমি আমার কাঙ্খিত শব্দ লিখে সার্চ দিয়েছি। উপরের চিত্রের দিকে লক্ষ্য করুন। কয়টি শব্দ আছে সেটি রেজাল্ট আকারে দেখানো হচ্ছে। উপরের চিত্রের ডান পাশে দেখুন আপ এবং ডাউন দুইটি চিহ্ন দেখা যাচ্ছে। উক্ত ডাউন চিহ্নে ক্লি করলে পোস্টের নিচের দিকের রেজাল্ট গুলি দেখাবে এবং আপ চিহ্নে ক্লিক করলে পোস্টের উপরের দিকের রেজাল্ট শো করবে। আমি ডাউন চিহ্নে ক্লিক করেছি।

সার্চকৃত ফলাফল

আমি ডাউন চিহ্নে ক্লিক করার পর কাঙ্খিত শব্দটি হলুদ চিহ্ন দ্বারা হাইলাইট করা অবস্থায় দেখতে পাচ্ছি। উপরে এবং নিচে যাওয়ার জন্য আপনি আপ এবং ডাউন চিহ্ন ব্যবহার করুন।

বাংলা অনুবাদ

উপরের চিত্রটি লক্ষ্য করুন। আপনি যদি ইংরেজি রেফারেন্স বাংলা বা অন্য কোন ভাষায় পড়তে চান তাহলে এখান থেকে কাঙ্খিত ভাষা সিলেক্ট করতে পারবেন।

নাইট মোড

উপরের চিত্রটি লক্ষ্য করুন। আপনি নাইট মোডে রেফারেন্স পড়তে চান তাহলে উপরের চিত্রে চিহ্নিত আইকনে ক্লিক করুন।