
সতর্কীকরণ! কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত অধিকাংশ নজীর বিভিন্ন বই ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। এই সকল নজীর এর সঠিকতার বিষয়ে কেস রেফারেন্স ওয়েবসাইট কোন নিশ্চয়তা প্রদান করে না। কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত নজীর এর উপর নির্ভর এর আগে সংশ্লিষ্ট নজীরটির রেফারেন্স মিলিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
যদি প্রেরক (drawer) এবং গ্রহীতা (drawee) একই ব্যক্তি হন, তাহলে সেই দলিল বিল অফ এক্সচেঞ্জ হিসেবে গণ্য হবে কিনা?
হস্তান্তরযোগ্য দলিল আইনের ধারা ৫-এ এমন কিছু নেই যা প্রমাণ করে যে যদি প্রেরক এবং গ্রহীতা একই ব্যক্তি হন, তাহলে সেই দলিলকে বিল অফ এক্সচেঞ্জ বলা যাবে না। নিঃসন্দেহে যেখানে প্রেরক এবং গ্রহীতা একই ব্যক্তি, সেই ব্যক্তি দলিলটিকে বিল অফ এক্সচেঞ্জ হিসেবে গণ্য করতে অধিকারী নন, কিন্তু বিলের ধারক (holder) এটিকে বিল অফ এক্সচেঞ্জ হিসেবে গণ্য করতে পারেন।
"এআইআর ১৯৩০ পাটনা ২৩৯ (ডিবি) = এআইআর ১৯২৮ কলকাতা ৫৬৬ (এসবি) = এআইআর ১৯৩২ মাদ্রাজ ৭৬৫" (AIR 1930 Pat 239 (DB) = AIR 1928 Cal. 566 (SB) = AIR 1932 Mad. 765) মামলায় এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
বিষয়টি আরও স্পষ্ট করে কয়েকটি পয়েন্টে আলোচনা করা হলো:
বিল অফ এক্সচেঞ্জের সংজ্ঞা: বিল অফ এক্সচেঞ্জ হলো একটি লিখিত আদেশ, যেখানে একজন ব্যক্তি (প্রেরক) অন্য একজন ব্যক্তিকে (গ্রহীতা) তৃতীয় কোনো ব্যক্তিকে (প্রাপক) একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করার নির্দেশ দেন।
প্রেরক ও গ্রহীতা একই ব্যক্তি: সাধারণত বিল অফ এক্সচেঞ্জে প্রেরক এবং গ্রহীতা ভিন্ন ব্যক্তি হন। কিন্তু যদি কোনো কারণে প্রেরক এবং গ্রহীতা একই ব্যক্তি হন, তাহলে সেই দলিলটিকে প্রমিসরি নোট হিসেবে গণ্য করা হয়।
ধারকের অধিকার: যদিও প্রেরক এবং গ্রহীতা একই ব্যক্তি হওয়ার কারণে তিনি নিজে সেই দলিলকে বিল অফ এক্সচেঞ্জ হিসেবে গণ্য করতে পারেন না, তবে যদি সেই দলিল কোনো ধারকের কাছে থাকে, তাহলে সেই ধারক এটিকে বিল অফ এক্সচেঞ্জ হিসেবে গণ্য করতে পারেন এবং এর ভিত্তিতে আইনি পদক্ষেপ নিতে পারেন।
একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার করা যাক:
ধরা যাক, একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) কোম্পানির নামে একটি চেক লিখলেন এবং নিজেকেই সেই চেকের গ্রহীতা হিসেবে উল্লেখ করলেন। এই ক্ষেত্রে, CEO নিজে এই চেকটিকে বিল অফ এক্সচেঞ্জ হিসেবে গণ্য করতে পারবেন না, এটি প্রমিসরি নোট হিসেবে গণ্য হবে। কিন্তু যদি কোম্পানি এই চেকটি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে, তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান এই চেকটিকে বিল অফ এক্সচেঞ্জ হিসেবে গণ্য করতে পারবে এবং এর ভিত্তিতে আইনি পদক্ষেপ নিতে পারবে।
সংক্ষেপে, যদি বিল অফ এক্সচেঞ্জের প্রেরক এবং গ্রহীতা একই ব্যক্তি হন, তাহলে সেই দলিলটি প্রাথমিকভাবে প্রমিসরি নোট হিসেবে গণ্য হবে, কিন্তু বিলের ধারক এটিকে বিল অফ এক্সচেঞ্জ হিসেবে গণ্য করতে পারেন।
মামলার সূত্র: AIR 1930 Pat 239 (DB) = AIR 1928 Cal. 566 (SB) = AIR 1932 Mad. 765
Info!
"Please note that while every effort has been made to provide accurate case references, there may be some unintentional errors. We encourage users to verify the information from official sources for complete accuracy."