
সতর্কীকরণ! কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত অধিকাংশ নজীর বিভিন্ন বই ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। এই সকল নজীর এর সঠিকতার বিষয়ে কেস রেফারেন্স ওয়েবসাইট কোন নিশ্চয়তা প্রদান করে না। কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত নজীর এর উপর নির্ভর এর আগে সংশ্লিষ্ট নজীরটির রেফারেন্স মিলিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
From the above, it is apparent that the seniority of the respondents was finally decided by the Ministry of Establishment by reference to their date of joining, and so there can be no scope to raise further controversy against the settled issue. The Ministry of Establishment transferred the service of the respondents to the DCC with seniority from the date of their service. The application of law depends upon the fact situation obtaining in each case. The issue of seniority of the respondents was settled vide memo dated 21.04.2002 before the promulgation of এস, আর, ও নং- ১৮২-আইন/২০০৫/সম/বিধি-১/এস-৯/২০০০, তারিখ- ২০ জুন, ২০০৫. As such, the High Court Division justly and legally passed the impugned judgment and order, which requires no interference.
Dhaka South City Corporation vs. Mohammad Towhid Siraj (Borhanuddin J) (Civil) 20 ADC 532
উপরোক্ত বিষয়সমূহ হইতে স্পষ্ট যে, প্রতিপক্ষগণের জ্যেষ্ঠতা তাদের যোগদানের তারিখ অনুযায়ী স্থায়ীভাবে নির্ধারণ করে প্রশাসন মন্ত্রণালয়, এবং এই নিষ্পত্তি হওয়া বিষয়টির বিরুদ্ধে আর কোনো বিতর্ক তোলার সুযোগ নাই। প্রশাসন মন্ত্রণালয় প্রতিপক্ষগণের চাকরি ঢাকা সিটি কর্পোরেশনে (ডিসিসি) স্থানান্তর করে তাদের সেবার তারিখ অনুযায়ী জ্যেষ্ঠতা প্রদান করে। প্রত্যেক ক্ষেত্রে আইন প্রয়োগ নির্ভর করে প্রাপ্ত প্রাসঙ্গিক পরিস্থিতির উপর। প্রতিপক্ষগণের জ্যেষ্ঠতা সংক্রান্ত বিষয় এস, আর, ও নং- ১৮২-আইন/২০০৫/সম/বিধি-১/এস-৯/২০০০, তারিখ- ২০ জুন, ২০০৫ জারির পূর্বেই, স্মারক নং ২১.০৪.২০০২ দ্বারা নিষ্পত্তি করা হয়। সুতরাং, হাইকোর্ট ডিভিশন যথাযথভাবে ও আইনানুগভাবে আপত্তিকৃত রায় ও আদেশ প্রদান করিয়াছে, যাহার কোনো হস্তক্ষেপ প্রয়োজন নাই।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বনাম মোহাম্মদ তৌহিদ সিরাজ (বরহানউদ্দিন জে) (সিভিল) ২০ এডিসি ৫৩২
Info!
"Please note that while every effort has been made to provide accurate case references, there may be some unintentional errors. We encourage users to verify the information from official sources for complete accuracy."