
সতর্কীকরণ! কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত অধিকাংশ নজীর বিভিন্ন বই ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। এই সকল নজীর এর সঠিকতার বিষয়ে কেস রেফারেন্স ওয়েবসাইট কোন নিশ্চয়তা প্রদান করে না। কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত নজীর এর উপর নির্ভর এর আগে সংশ্লিষ্ট নজীরটির রেফারেন্স মিলিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
Fraud Practiced Upon Court:
The Appellate Division held that since the judgments were obtained by practicing fraud upon the court, it had no alternative but to set aside the said judgments of the Company Court. The persons involved should be brought to justice. The Appellate Division directed the Registrar to file complaints before the Chief Metropolitan Magistrate, Dhaka, against the respondent(s) for using forged documents to secure judgments from the Company Court.
(Bangladesh Bank VS Eagleway Investment Ltd & others. [1 LM (AD) 337])
আদালতে প্রতারণা:
আপিল বিভাগ রায় দেন যে যেহেতু প্রতারণার মাধ্যমে কোম্পানি আদালত থেকে রায় আদায় করা হয়েছে, তাই এই রায়গুলি বাতিল করা ছাড়া আপিল বিভাগের আর কোনো বিকল্প ছিল না। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনা উচিত। আপিল বিভাগ রেজিস্ট্রারকে নির্দেশ দেন যে, কোম্পানি আদালত থেকে রায় আদায়ের জন্য জাল নথি ব্যবহারের অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে ঢাকার প্রধান মহানগর ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করা হোক।
(বাংলাদেশ ব্যাংক বনাম ঈগলওয়ে ইনভেস্টমেন্ট লিমিটেড ও অন্যান্য। [1 LM (AD) 337])
Info!
"Please note that while every effort has been made to provide accurate case references, there may be some unintentional errors. We encourage users to verify the information from official sources for complete accuracy."