সার্চ ইন্টারফেসে আপনাকে স্বাগতম

আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত তথ্য সহজে খুঁজে পেতে পারেন। নির্দিষ্ট শব্দ বা সংখ্যা লিখে সার্চ করুন। এরপর ডান দিকের আপ এন্ড ডাউন আইকনে ক্লিক করে উপরে নিচে যান।

হুবহু মিল
কিছুটা মিল

Delayed Witness Examination | Case Reference

Examining witnesses 17 months post-incident doesn't invalidate testimony if consistency supports the plaintiff's case. Case: State of Punjab vs Wasan
লিগ্যাল ভয়েস


সতর্কীকরণ! কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত অধিকাংশ নজীর বিভিন্ন বই ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। এই সকল নজীর এর সঠিকতার বিষয়ে কেস রেফারেন্স ওয়েবসাইট কোন নিশ্চয়তা প্রদান করে না। কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত নজীর এর উপর নির্ভর এর আগে সংশ্লিষ্ট নজীরটির রেফারেন্স মিলিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

Delayed Witness Examination


ঘটনার ১৭ মাস পরে পরীক্ষিত সাক্ষী- ঘটনা ঘটেছিলো ১৯৭৩ সালের ৪ আগস্ট এবং রিশাম সিং (পি ডাব্লিউ ২) ও বচন সিং (পি ডাব্লিউ ৩) ১৯৭৪ সালের ডিসেম্বর মাসের ২৭ তারিখে বিচারের সময় পরীক্ষা করা হয়েছিলো অর্থাৎ ঘটনার ১৭ মাস পরে। সহায়ক ঘটনার বিষয়ে বা বিস্তারিত বর্ণনার বিষয়ে এরূপ বৈষম্য সত্য সাক্ষীর জবানবন্দিতেও দেখা যায় বিশেষ করে যখন ঘটনার অনেক পরে তাদেরকে পরীক্ষা করা হয়। এরূপ বৈষম্য কোন সাক্ষীর সাক্ষ্য বাতিল করার ক্ষেত্রে কোন ভিত্তি হতে পারে না বললেই চলে বিশেষ করে যখন বাদীপক্ষের মামলার ভিত্তি সম্পর্কে একটি সাধারণ মতাকৈ এবং সামঞ্জস্যতা থাকে। [স্টেট অব পাঞ্জাব বনাম ওয়াসান সিং, এ আই আর ১৯৮১ এসসি ৬৯৭]

Info!
"Please note that while every effort has been made to provide accurate case references, there may be some unintentional errors. We encourage users to verify the information from official sources for complete accuracy."

Post a Comment

Join the conversation