
সতর্কীকরণ! কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত অধিকাংশ নজীর বিভিন্ন বই ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। এই সকল নজীর এর সঠিকতার বিষয়ে কেস রেফারেন্স ওয়েবসাইট কোন নিশ্চয়তা প্রদান করে না। কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত নজীর এর উপর নির্ভর এর আগে সংশ্লিষ্ট নজীরটির রেফারেন্স মিলিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
Chance Witness Testimony
দৈবক্রমে সাক্ষী-সুপ্রীম কোর্ট পর্যবেক্ষণ করেছেন যে ঘটনার সময় ও স্থানে বাদীপক্ষের ৪ ও ৫নং সাক্ষীর উপস্থিতি সম্পর্কে বিচারিক আদালত গুরুত্বর সন্দেহ পোষণ করেছেন। যদি কোন ব্যক্তি দৈবক্রমে কোন ঘটনা ঘটার সময় সেখানে উপস্থিত হয় তাহলে সেই ব্যক্তিকে দৈবক্রমে সাক্ষী বলা হয়। যদি উক্ত সাক্ষী ভিকটিমের বন্ধু বা আত্মীয় হয় বা আসামীর বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে এরূপ সাক্ষী দৈবক্রমে সাক্ষী হওয়ায় তার সাক্ষ্যকে সন্দেহের চোখে দেখা হয়। এরূপ সাক্ষ্য অবিশ^াস্য নয় কিন্তু এরূপ সাক্ষ্যকে অতি সাবধানতার সাথে নিরীক্ষা করতে হবে। [বাহল সিং বনাম স্টেট অব হরিয়ানা, এ আই আর ১৯৭৬ এসসি ২০৩২]
দৈবক্রমে সাক্ষী-দৈবক্রমে বা হঠাৎ তাকে ঘটনাস্থলে পাওয়া যায় ঠিক সেই সম্য়ই অপরাধ সংঘটিত হয়। তার সাক্ষ্য সরাসরি বাতিল করার দরকার নেই, কিন্তু তার সাক্ষ্যকে অতি সাবধাণতার সাথে বিবেচনা করতে হবে এবং সন্দেহের সাথে দেখা যেতে পারে যদি সাক্ষী পক্ষপাতিত্ব হয় বা আসামীর প্রতি শত্রুতামূলকভাবে সাক্ষ্য দেয়। [রাষ্ট্র বনাম মোঃ শফিকুল ইসলাম ৪৩ ডিএলআর (এডি) ৯২]
Chance Witness- A chance witness is one who claims to be present at the place of the occurrence at a time when he is not normally expected to be there. The evidence of a chance witness is a weak type of evidence and is not considered worthy in coming to a decision in a Criminal Case.
Jharna Begum Vs. The State (Criminal), 2 ALR (2013)-HCD-43.
Info!
"Please note that while every effort has been made to provide accurate case references, there may be some unintentional errors. We encourage users to verify the information from official sources for complete accuracy."