সতর্কীকরণ! কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত অধিকাংশ নজীর বিভিন্ন বই ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। এই সকল নজীর এর সঠিকতার বিষয়ে কেস রেফারেন্স ওয়েবসাইট কোন নিশ্চয়তা প্রদান করে না। কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত নজীর এর উপর নির্ভর এর আগে সংশ্লিষ্ট নজীরটির রেফারেন্স মিলিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
Power of attorney authentic in foreign city—Power of attorney executed and authenticated by a Magistrate or Notary Public in a foreign country—Whether could be acted upon as a valid document in Bangladesh. If a notarial act is done in a foreign country by a foreign notary and there is reciprocal arrangement between Bangladesh and that foreign country, then by reference to section 14 of Notaries Ordinance and section 33of the Registration Act, those Notarial acts will be valid and the power of attorney admissible in Bangladesh. Nurunizessa and others Vs. Babar Ali Bepari and others; 1BLD (AD) 86
Authentication of power of attorney — A power of attorney duly authenticated raises the presumption that it was duly executed by the donor who has signed the instrument — The presumption unless rebutted, stands and the document can be admitted in evidence as a document executed by the persons alleged to have executed it, without any further proof — The defendant having failed to rebut the presumption plaintiff’s case stands. Md. Arshad Ali Vs. Abed Ali and others 4BLD(HCD)150 Ref. 30 DLR(SC)99; A.I.R. 1930 (Afl 524: A.I.R. 1971 (SC) 76; 1971(I) S.C. A. 136 —Cited.
Power of Attorney — Authentication of —Whether a power attorney, is to be authenticated for authorizing the attorney by a Notary Public —- Whether a power of attorney duly executed and registered by the Sub Registrar can be used as a valid document -Whether written statement filed by the attorney of the defendant on the strength of power of attorney duly executed by the defendant and registered by the Sub-Registrar can be accepted or the same is liable to b expunged — Section 85 of the Evidence raises a presumption as to the execution authentication of a power of attorney exec and authenticated by the executant and authority described in the section itself Although the power of attorney was authenticated by the Notary Public as request under section 85 of the Evidence Act the being duly executed and registered under provisions of the Registration Act is a document — Section 85 does not say the duly executed and a registered power of in Bangladesh is unacceptable and in document for reason of non-authentication Written statement filed by the attorney of defendant on the strength of such a attorney duly presented cannot be expunged Monindra Mohan Kar Vs. Ran Dutta and others. 7BLD (HCD) 275 Ref. 33 DLR(AD) 124— Cited.
পাওয়ার অফ অ্যাটর্নি — অনুমোদনের বিষয়ে
পাওয়ার অফ অ্যাটর্নি কি নোটারি পাবলিক দ্বারা অনুমোদিত হতে হবে? সাব-রেজিস্ট্রার দ্বারা যথাযথভাবে সম্পাদিত এবং নিবন্ধিত পাওয়ার অফ অ্যাটর্নি কি বৈধ নথি হিসেবে ব্যবহৃত হতে পারে? প্রতিপক্ষের অ্যাটর্নি দ্বারা দাখিল করা লিখিত বিবৃতি, যা প্রতিপক্ষ দ্বারা যথাযথভাবে সম্পাদিত এবং সাব-রেজিস্ট্রার দ্বারা নিবন্ধিত পাওয়ার অফ অ্যাটর্নির উপর ভিত্তি করে তৈরি, তা গ্রহণযোগ্য নাকি বাতিলযোগ্য?
সাক্ষ্য আইনের ধারা ৮৫ অনুযায়ী, যে কোনো ব্যক্তির দ্বারা সম্পাদিত এবং ধারা অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে একটি অনুমান তৈরি হয়। যদিও সাক্ষ্য আইনের ধারা ৮৫ অনুযায়ী নোটারি পাবলিক দ্বারা পাওয়ার অফ অ্যাটর্নি অনুমোদিত হয়নি, তা রেজিস্ট্রেশন আইনের অধীনে যথাযথভাবে সম্পাদিত এবং নিবন্ধিত হওয়ায় এটি একটি বৈধ নথি।
ধারা ৮৫ বলে না যে, বাংলাদেশে যথাযথভাবে সম্পাদিত এবং নিবন্ধিত পাওয়ার অফ অ্যাটর্নি অননুমোদনের কারণে অগ্রহণযোগ্য বা অবৈধ। প্রতিপক্ষের অ্যাটর্নি দ্বারা দাখিল করা লিখিত বিবৃতি, যা এমন একটি পাওয়ার অফ অ্যাটর্নির উপর ভিত্তি করে তৈরি যা যথাযথভাবে উপস্থাপিত হয়েছে, তা বাতিল করা যাবে না।
মণীন্দ্র মোহন কর বনাম রন দত্ত এবং অন্যান্য। ৭বিএলডি (এইচসিডি) ২৭৫
রেফারেন্স: ৩৩ ডিএলআর(এডি) ১২৪—উল্লেখিত।
Info!
"Please note that while every effort has been made to provide accurate case references, there may be some unintentional errors. We encourage users to verify the information from official sources for complete accuracy."