
সতর্কীকরণ! কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত অধিকাংশ নজীর বিভিন্ন বই ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। এই সকল নজীর এর সঠিকতার বিষয়ে কেস রেফারেন্স ওয়েবসাইট কোন নিশ্চয়তা প্রদান করে না। কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত নজীর এর উপর নির্ভর এর আগে সংশ্লিষ্ট নজীরটির রেফারেন্স মিলিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
ATTACHMENT OF PROPERTY OF PERSON ABSCONDING
Section 339B and sections 87 and 88 are not synonymous. The principle of natural justice requires that the accused must be given a chance to face the trial and respond to the charges framed against him. Failure to comply with the provisions of Section 339B Cr. P.C. is not only a violation of subsection (1) of section 339B Cr. P.C. but also a breach of the principles of natural justice (Ref: 42 DLR 162). 10 BLD 278 Mokthar Ahmed Vs. Haji Farid Alam
ধারা ৩৩৯খ এবং ধারা ৮৭ ও ৮৮ সমার্থক নয়। প্রাকৃতিক ন্যায়বিচারের (natural justice) নীতি অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে বিচার মোকাবেলা করার এবং তার বিরুদ্ধে গঠিত অভিযোগের জবাব দিতে অবশ্যই একটি সুযোগ দিতে হবে। ৩৩৯খ ধারার বিধান পালন না করা কেবল এই ধারার (১) উপধারা লঙ্ঘন নয়, এটি প্রাকৃতিক ন্যায়বিচারের নীতিও লঙ্ঘন করে (Ref: 42 DLR 162)। 10 BLD 278 Mokthar Ahmed Vs. Haji Farid Alam
The order restraining both parties from entering the disputed land and appointing a receiver for the same amounted to the attachment of the land according to the provision of section 88(3) Cr. P.C. 29 DLR 72 Sultanuddin Ahmed Vs. Murshed Ali
তর্কিত ভূমিতে প্রবেশ করতে উভয় পক্ষকে বাধা দেয়ার এবং তজ্জন্য একজন তত্ত্বাবধায়ক (receiver) নিয়োগ দেয়ার আদেশ ৮৮(৩) ধারার বিধান অনুযায়ী ভূমি ক্রোকের সমপরিমাণ। 29 DLR 72 Sultanuddin Ahmed Vs. Murshed Ali
Info!
"Please note that while every effort has been made to provide accurate case references, there may be some unintentional errors. We encourage users to verify the information from official sources for complete accuracy."