সার্চ ইন্টারফেসে আপনাকে স্বাগতম

আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত তথ্য সহজে খুঁজে পেতে পারেন। নির্দিষ্ট শব্দ বা সংখ্যা লিখে সার্চ করুন। এরপর ডান দিকের আপ এন্ড ডাউন আইকনে ক্লিক করে উপরে নিচে যান।

হুবহু মিল
কিছুটা মিল

Application of CrPC in Special Law | Case Reference

লিগ্যাল ভয়েস


সতর্কীকরণ! কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত অধিকাংশ নজীর বিভিন্ন বই ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। এই সকল নজীর এর সঠিকতার বিষয়ে কেস রেফারেন্স ওয়েবসাইট কোন নিশ্চয়তা প্রদান করে না। কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত নজীর এর উপর নির্ভর এর আগে সংশ্লিষ্ট নজীরটির রেফারেন্স মিলিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।


32 DLR 1 (SC)-Bangladesh Vs. Shah- Jahan Siraj-The existence of a special law, however, does not mean exclusion of the Code, unless the special law expressly or impliedly provides that certain offences shall be tried exclusively by courts constituted. The effect of section 1 (2) in the background of section 29 of the Code is that where the special law provides for trial of particular offences by particular courts they shall be so tried exclusively. Every Court, in the absence of any express provision in the Code for that purpose. must be deemed to possess, as inherent in Its constitution, all such powers as are necessary to do the right and to undo a wrong in the course of the administration of justice. A Special Tribunal, although a criminal court, constituted by the Special Statute, is not a criminal court within the meaning of the Criminal Procedure.

32 DLR 1 (SC) – কতিপয় অপরাধের বিচার একান্তভাবে বিশেষ আইনে গঠিত আদালতের দ্বারা অনুষ্ঠিত হবে এই মর্মে উক্ত আইনে স্পষ্ট বা অস্পষ্টভাবে কোন কিছু বলা না থাকলে উক্ত বিশেষ আইন ফৌজদারী কার্যবিধিকে বহির্ভূত করবে না। কার্যবিধির ২৯ ধারার প্রেক্ষিতে ১(২) ধারার মূল কথা হচ্ছে, যে ক্ষেত্রে বিশেষ আইনে বিশেষ। আদালতের দ্বারা বিশেষ অপরাধের বিচারের বিধান করা। হয়েছে, সেক্ষেত্রে উক্ত অপরাধের বিচার সম্পূর্নভাবে ঐ আদালতে অনুষ্ঠিত হবে। ন্যায়বিচার পরিচালনাকালে ন্যায় কার্য করতে এবং অন্যায় নস্যাৎ করতে যেমন প্রয়োজন হবে তেমন সমস্ত ক্ষমতা, কার্যবিধিতে এই মর্মে কোন স্পষ্ট বিধান না থাকলেও প্রত্যেক আদালতের গঠনতন্ত্রে অন্তর্নিহিত হিসাবে থাকবে। বিশেষ আইনে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল ফৌজদারী আদালত হলেও ফৌজদারী কার্যবিধি। অনুসারে উহা কোন ফৌজদারী আদালত নয়।

Info!
"Please note that while every effort has been made to provide accurate case references, there may be some unintentional errors. We encourage users to verify the information from official sources for complete accuracy."

Post a Comment

Join the conversation